স্বপন বিশ্বাস শালিখা মাগুরাঃ উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সহযোগিতায় মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাস(৮০) এক বছর পর নিজ বাড়িতে বসসাসের সুযোগ পেলেন।
গতকাল দুপুর ১২টার দিকে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন ও সিংড়া ফাড়ির আইসি এসআই মুনসুর আলীকে সাথে নিয়ে হাজির হন বীরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়ীতে। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে বৃদ্ধ ও তার স্ত্রীকে নিজগৃহে বসবাসের ব্যবস্থা করে দেন এবং তাদের বসবাসে কোন প্রকার বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ার করে দেন।
উল্লেখ্য বীরেন্দ্র নাথের দুই পুত্র বিধান বিশ্বাস(বড়) ও বিনয় বিশ্বাস(ছোট-মৃত)। বড় পুত্রের একমাত্র পুত্র বিবেক বিশ্বাসকে ৬একর, বিনয়ের ছোট বউএর একমাত্র পুত্র বন্ধন বিশ্বাসকে ৬একর ও নিজ স্ত্রীকে দেড় একর জমি লিখে দেন বীরেন্দ্র নাথ। বিনয়ের বড় স্ত্রীর একমাত্র পুত্র তার মাকে নিয়ে বাইরে থাকার কারনে দাদুর জমি থেকে বঞ্চিত হন।কিন্তু বিনয় বিশ্বাস সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর হিন্দু রীতিতে বাবার সৎকার করার জন্য গ্রামের লোকজন তার পুত্র রেলিন বিশ্বাসকে নিয়ে আসেন। এ সময় স্থানীয় মাতব্বর ও ঐ পরিবার নানা ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। যার ফলে এক সময় বীরেন্দ্র নাথ ও তার স্ত্রী বাড়ী ছেড়ে মেয়ের বাড়ী বসবাস শুরু করেন। এ ঘটনার একবছর পরে শালিখার ইউএনও এবং ওসির হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। ইউএন এই মানবিক কর্মকান্ডে সন্তুষ্ট স্থানীয় জনগণ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.