নিজস্ব প্রতিবেদক : বাঘারপাড়া উপজেলার আলাদীপুর বাজারে ব্যাবসায়ীদের দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ৪জন আহত হয়েছে।
১৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান ঘর ভাড়া দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। এক পর্যায়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও উভয় পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, আলাদীপুর বাজারে নুর জলাল হাওলাদারের একটি দোকান ঘর তিনবছরের চুক্তিতে ভাড়া দেয় পার্শ্ববর্তী বাররা গ্রামের নাজমুল ইসলামকে। দেড়বছর অতিবাহিত হওয়ার পর নাজমুল দোকানটি অন্যত্র ভাড়া দিতে বলে নুর জালালকে। এনিয়ে গত ৩/৪ দিন আগে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। যার জের ধরে বৃহস্পতিবার ইফতারের পর পর নাজমুলসহ ২০/২৫ জন লাঠি সোটা নিয়ে নুর জালালের বাড়িতে হামলা চালিয়ে নুর জালালের মেয়েসহ তিনজনকে পিটিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়।
আহতরা হলো আবুল কালাম হাওলাদারের ছেলে মোঃ আনারুল হাওলাদার (৩৫), মনিরুল ইসলাম (৩০), আনারুলের স্ত্রী (২৮) ও মামুন হোসেন (২৭)। আহতদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে বাঘারপাড়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.