সাঈদ ইবনে হানিফ : যশোরের ভৈরব নদী থেকে ৫০০ মিটার চায়না কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস কর্মকর্তা।
রবিবার (১০ই, মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ভৈরব নদীর বাঘারপাড়া অংশের ঘোষনগর ঘুনি বাজার ব্রীজের পাশ থেকে, বাগডাঙ্গা গ্রামের জেলে সুমন বিশ্বাসের এই অবৈধ চায়না কারেন্ট জাল গুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন, যশোরের সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা রিপন কুমার ঘোষ। এসময় সেখানে জেলে সুমন বিশ্বাস, দুলাল বিশ্বাসসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তাদেরকে সতর্ক করা হয়েছে আগামীতে তারা চায়না কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ শিকার করবে না বলে জানিয়েছে। তারা বলেন, ধ্বংস কৃত জালের মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
মৎস কর্মকর্তা রিপন কুমার ঘোষ বলেন, অভিযোগ রয়েছে ভৈরব নদীর বিভিন্ন অংশে জেলেরা অবৈধ চায়না কারেন্ট জাল দিয়ে দীর্ঘদিন যাবত মাছ শিকার করে চলেছে। ফলে ভৈরব নদী থেকে দেশীয় প্রজাতির মাছ গুলো দিনদিন হারিয়ে যাচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জেলেদের মধ্যে সতর্কতা সৃষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারণা চালানো হবে। তবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.