নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার নাভারণ ও বাগআঁচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট-২০২৫) বিকেলে এসব কর্মসূচি পালিত হয়।
নাভারণ বাজারে আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেন শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, শার্শা ইউনিয়নের আমির উপাধ্যক্ষ আবু ইয়াহিয়া প্রমুখ।
অন্যদিকে, বাগআঁচড়া বাজার প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয় গণমিছিল। সেখানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বিলালী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করিম এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী মাদ্রাসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, মাস্টার আব্দুল কুদ্দুস, তবিবুর রহমান, আমিরুল ইসলাম, রুহুল আমিন গাজী, মাওলানা ইব্রাহিম খলিল, মিজানুর রহমান, মাস্টার নজরুল ইসলাম, মুহাদ্দিস হাদিউজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়েই জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.