খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের নিয়মরক্ষার ম্যাচ ভারতকে বিধ্বস্ত করে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলায় ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল আজ। সেই ম্যাচেও দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
শুক্রবার (৮ মার্চ) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে নিয়মরক্ষার ম্যাচে ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। সেখানে প্রতিপক্ষকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের মেয়েরা।
এই জয়ে গ্রুপপর্বের তিন ম্যাচেই জিতে অপরাজিত থেকেই ফাইনালের প্রস্তুতি সারলো সাইফুল বারী টিটুর দল। উল্টো দিকে তিন ম্যাচে ১৯ গোল হজম করা ভুটান হারের হ্যাটট্রিক গড়ল।
আগামী রবিবার (১০ মার্চ) এই আনফা কমপ্লেক্সে ফাইনালে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।
বাংলাদেশের হয়ে জোড়া গোল পেয়েছেন সুরভী আকন্দ। এই টুর্নামেন্টে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আছে সুরভী। বাকি ৪টি গোল ফাতেমা, ক্রানুচিং, সাথী মানদা ও থুইনুই মারমার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.