স্টাফ রিপোর্টার : স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছায় রক্তদানের আগ্রহ সৃষ্টিতে মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটি, ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে মিশ্রিদেয়াড়া বহিরামপুর দাখিল মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়। এসময় তিন শতাধিক শিক্ষার্থীর ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সুপার মোঃ রেজওয়ান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটি এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: আব্দুল্লাহ আল হারিচ। এসময় তিনি শিক্ষার্থীদের রক্তদানের উৎসাহ প্রদানের জন্য শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান টি পরিচালনা করেন সংগঠন এর ঝিকরগাছা উপজেলা শাখার সমন্বয়ক আশরাফুল ইসলাম আ্যাশ। এসময় আরো উপস্থিত ছিলেন ড. গোলাম রাব্বি, জি এম শাওন হোসেন, সাকিব, হুসাইন, মিরাজ, ফয়সাল প্রমুখ। স্বেচ্ছায় রক্তদানকে প্রসারিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মুক্তিযোদ্ধা কলেজ ব্লাড ডোনেশন সোসাইটির সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.