নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিমের অভিযানে দুই চিহ্নিত ও সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানার রাজারহাট চামড়ার বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির অফিসার ইনচার্জ। তাঁর নেতৃত্বে এসআই অলক কুমার দে, পিপিএম, এবং এএসআই মোঃ শামসুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
প্রথমে গ্রেফতার করা হয় দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার আসামি মোঃ ইয়াসিন আরাফাত (২৭)কে সে মুড়লী গ্রামের মৃত গহর আলীর ছেলে । তাঁর বিরুদ্ধে এক বছর ছয় মাসের সাজা ওয়ারেন্ট (সিআর নং–২০৫৩/২১) এবং আরেকটি মাদক মামলার ওয়ারেন্ট (জিআর নং–২৮৩/২২) রয়েছে।
পরবর্তীতে ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে মুড়লীর মোড় থেকে মেহেদী হাসান শাওন (২৩) নামের অপর এক সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি মুড়লী গ্রামের আব্দুস সালাম মীর এর ছেলে। তাঁর বিরুদ্ধেও দুই বছরের সাজা ওয়ারেন্ট (জিআর নং–১৩১৯/১৭) রয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.