নিজস্ব প্রতিবেদক: যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি ইউনিয়নের মুরাদগড় বাজার এলাকার পার্শ্ববর্তী মাহমুদ প্রোফেন রিফুয়েলিং স্টেশন এর সামনের রাস্তার উপর থেকে ৪২০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ জুলাই-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ জাহিদ মন্ডল (৩৬)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার পদমদী গ্রামের বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, আটক জাহিদের কোমরে বিশেষ কৌশলে লুকানো ছিল স্বর্ণের বার দুটি। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ স্বীকার করেছেন, তিনি স্বর্ণগুলো ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।
জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা। মোবাইল ফোনসহ মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চলা চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। স্বর্ণ, অস্ত্র, মাদক, হুন্ডিসহ সকল ধরনের অবৈধ পণ্য প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।”
আটককৃত আসামিকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া এবং জব্দকৃত স্বর্ণের বার যশোর ট্রেজারীতে জমা দেওয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.