নিজস্ব প্রতিবেদঃ নীলফামারীর ডিমলা উপজেলা সদরে একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড় ৮ টার দিকে উপজেলার টিএনটি রোডে অবস্থিত "মেসার্স বক্কর অ্যান্ড সন্স মিনি পেট্রোল পাম্প"-এ হঠাৎ আগুন লাগলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন আত্মরক্ষার জন্য চতুর্দিকে ছোটাছুটি শুরু করে। দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়।
প্রাথমিকভাবে ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে পার্শ্ববর্তী উপজেলা ডোমার, জলঢাকা এবং নীলফামারী সদরের ফায়ার সার্ভিস স্টেশন থেকে অতিরিক্ত অগ্নি নির্বাপক ইউনিট এসে যৌথভাবে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পাম্পটিতে বিপুল পরিমাণ পেট্রোল, অকটেন, ডিজেল, সয়াবিন তেল , মোটরসাইকেল, অটোরিকশা,ব্যাটারি সহ বিভিন্ন মালামাল সংরক্ষিত ছিল, যা আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে পাম্প কর্তৃপক্ষ দাবি করেন আগুনে পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যাতিক শর্টসার্কেট বা দাহ্য পদার্থের অসাবধানতা জনিত বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.