রবিউল ইসলাম বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ডাকাতির প্রস্তুতিকালে বিভাগীয় ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে মহেশপুর থানা পুলিশ।
জানা যায়, গত কাল রবিবার রাত ২.৪৫ ঘটিকার সময় মহেশপুর উপজেলার জলিলপুর বাজারে জনতা হার্ডওয়্যার এর সামনে ৮/৯ জন অজ্ঞাতনামা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এই মর্মে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে জলিলপুর বাজারে থাকা নাইট গার্ডের সহযোগিতায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম জিজ্ঞাসাবাদে ডাকাতদল জানাই তারা সিমেন্ট আনলোড করতে আসছিল। পুলিশের সন্দেহ হলে সাথে থাকা একটি ট্রাক (যার নাম্বার, বরিশাল ড-১১-০০৭৬) বডির মধ্যে তল্লাশি চালায়। এবং দেখতে পায় যে, ৬/৭ জন ত্রিপলের মধ্যে লুকিয়ে আছে। এতে সন্দেহ আরও বেড়ে গেলে পুরো বডি তল্লাশি চালিয়ে ১টি তালা কাটা কাটার, ১টি লোহার গ্যাসটন, ১ টি লোহার রড, ১ টি ১৫ ইঞ্চি সেলাই রেঞ্জ, ২ টি হাসুয়া, ২ টি টর্চ লাইট এবং ১ টি লেজার লাইট'সহ ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন জব্দ করে। এদের প্রত্যেকের বাড়ি খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকায় বলেও নিশ্চিত করেন মহেশপুর থানা পুলিশ। উল্লেখ্য যে, এদের মধ্যে থাকা একজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় ব্রিজের ওপর পড়ে তার ডান পা টি ভেঙে যায় এবং পরে তাকে পুলিশী হেফাজতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং এদের প্রত্যেকের নামে মহেশপুর থানায় মামলা হয়েছে বলেও জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.