নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই-২০২৫) সকাল ৮টা ৪৫ মিনিটে যশোর কোতোয়ালী থানার খোলাডাঙ্গা এলাকার গাজীর বাজার থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মিঠু (৩০)। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী পূর্বপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই শেখ আবু হাসান, এসআই মোল্যা আব্দুল হাই, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ ও এএসআই মো. নাজমুল ইসলাম। সঙ্গীয় ফোর্সসহ তারা মাদকবিরোধী বিশেষ অভিযানে অংশ নেন।
অভিযানকালে মিঠুর দেহ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় এসআই মোল্যা আব্দুল হাই বাদী হয়ে মিঠুসহ আরও একজন পলাতক আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.