খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“সমাজ বদলায় প্রতিজ্ঞায়”এই প্রত্যয়কে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছিতেও উদযাপিত হলো “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে কণ্ঠে শপথ” কর্মসূচি।
শনিবার (২৬ জুলাই) সকালে খাগড়াছি টাউন হল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার,পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,এনএসআইয়ের যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা,এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বেসরকারি সংস্থা প্রতিনিধি, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বক্তারা তাঁদের বক্তব্যে সমাজ পরিবর্তনের জন্য ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা, পারস্পরিক সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, “সমাজ গঠনে প্রতিটি মানুষকেই নিজের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আর এই পরিবর্তন শুরু হবে আমাদের কণ্ঠের শপথ থেকে—আমাদের আত্মশুদ্ধি ও দায়িত্ববোধ থেকেই।”
অনুষ্ঠানে জাতি, ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান জানিয়ে পরিবেশিত হয় এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, গান, আবৃত্তি ও নাট্যাংশে উঠে আসে সম্প্রীতি, মানবতা ও দেশের প্রতি অঙ্গীকারের চিত্র।
‘জুলাই পুনর্জাগরণে’ কণ্ঠে উচ্চারিত শপথে প্রতিধ্বনিত হয়,“সমাজ গড়ি, অন্যায়ের প্রতিবাদ করি, সচেতন হই, সহানুভূতিশীল হই, দেশকে ভালোবাসি।”
দিনব্যাপী এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং হয়ে ওঠে পাহাড়ি জনপদের সামাজিক জাগরণের একটি অনন্য দৃষ্টান্ত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.