ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ ঝিনাইদহে ২০০ ওয়াক্ত নামাজ টানা মসজিদে আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছেন ৫ শিক্ষার্থী। সদর উপজেলার বংকিরা গ্রামের সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে এসব বাইসাইকেল উপহার হিসেবে বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিশু কিশোরদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এবং নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেয় মসজিদ কমিটি। দেশের প্রতিটি এলাকায় এ ধরনের উদ্যোগ নেওয়া হলে শিশু-কিশোরদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটবে বলেও জানান এলাকাবাসী। মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পাওয়ায় খুশি ক্ষুদে শিক্ষার্থীরা।
সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, শিশু কিশোররা মোবাইল ফোন ও মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। আমরা এলাকার কিশোরদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এ উদ্যোগ নিই। অনেক শিক্ষার্থী উপহার পেয়েছেন। তারা খুশি। শিশু কিশোরদের ধর্মীয় নৈতিক শিক্ষায় আগ্রহী করা গেলে সমাজটা সুন্দর ভাবে গড়ে তোলা যাবে। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও ১০ জন কিশোর ও বয়স্ক মুসল্লির মাঝে জায়নামাজ, টুপি ও মেসওয়াক উপহার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.