শালিখা মাগুরা প্রতিনিধিঃ গতকাল ২৪ জুলাই রাতে শালিখা থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার হরিশপুর গ্রামের সোনালী খাতুন (৩৮) হত্যা মামলার আসামি ও সোনালীর স্বামী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে।
গত ১২জুলাই উপজেলার হরিশপুর গ্রামে সোনালী খাতুনকে তার স্বামী হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে শালিকা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নং ৩ তাং ১২৭/২৫।
এ ব্যাপারে শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা স্যারের নির্দেশনায় শালিখা থানা পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে আসামি গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.