স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা বাজারে সড়ক দূর্ঘটনায় নুরজাহান বেগম (৬০) নামের এক মহিলা গুরুতর আহত হয়েছেন। তিনি গদখালি ইউনিয়নের বারবাকপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টার দিকে বৃদ্ধা নুরজাহান রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে সাতক্ষীরা গামী ইউরেকা নামের টাঙ্গাইল জ ১১-০১১৩ নম্বরের একটি লোকাল বাস বেপরোয়া গতিতে ঝিকরগাছা বাজারে স্বর্ণপটির সামনে উক্ত মহিলাকে ধাক্কা দিলে তিনি পাকা রাস্তার উপরে পড়ে মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশ এর সহায়তায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ড্রাইভার পালিয়ে গিয়েছে। ঘাতকবাসটি হাইওয়ে পুলিশ এর হেফাজতে আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.