নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামে ছাগলে গাছ পালা, ফসল নষ্ট করা ও ছাগলটিকে খোয়ারে দেওয়ার কারনে এক গৃহবধুকে মারধর ও সোনার কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও হামলার স্বীকার লীপা বেগমের বাড়ি নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামে,তার স্বামীর নাম মুকুল শেখ এবং অভিযুক্ত মেহেদী (২২) একই গ্রামের মোঃ মাসুদের ছেলে।
গত ২৩শে জুলাই ভুক্তভোগী লীপা বেগমের প্রতিবেশী মেহেদী হাসানের পোষা ছাগল লীপা বেগমের বাড়ি ঢুকে ছোট ছোট বনজ গাছ ও সবজি খেত নষ্ট করে। লীপা বেগম ছাগলটি আটক করে খোয়ারে দেন।
এই ঘটনার জের ধরে ভুক্তভোগী লীপা বেগম ২৩শে জুলাই দুপুর দুইটার দিকে বীল থেকে ঘাস কেটে বাড়ি ফেরার সময় অভিযুক্ত ছাগল মালিক একই গ্রামের মাসুম এর ছেলে মেহেদি ও অজ্ঞাত আরো কয়েকজন লিপা বেগমের পথ রোধ করে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে এবং তার কানে থাকা একটি সোনার দুল ছিনিয়ে নেয়। এ সময় লিপা বেগমের চিৎকারে তার স্বামী মুকুল ও স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত মেহেদী ও তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।
ভুক্তভোগী লীপা বেগমের স্বামী জানান, মেহেদী মাদকাসক্ত, সে আজকে আমার স্ত্রীকে মারধর করে তার সোনার কানের দুলটি ছিনিয়ে নিয়ে পালিয়েছে,আমার স্ত্রীর শরীরের বিভিন্ন যায়গায় আঘাত করেছে, আমি এই হামলার ঘটনায় ২৩শে জুলাই শেখহাট পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করেছি, পুলিশ এখনও কোন ব্যবস্থা নেয়নি।আমি মেহেদি ও তার সাথে হামলায় অংশ নেওয়া লোকদের বিচার চাই।
এ বিষয়ে জানতে শেখহাটি ইউনিয়নের পুলিশ ক্যাম্পের আইসি মোঃ রফিকুল ইসলাম এই প্রতিবেদককে জানান, ভুক্তভোগী আমার কাছে লিখিত অভিযোগ করেছেন, আমি তাকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।তারপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.