যশোর প্রতিনিধি : যশোরে অস্ত্র মামলায় হাসান নামে এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে একটি আদালত। রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এক রায়ে এ সাজা দিয়েছেন। দন্ডপ্রাপ্ত হাসান বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের আনিচুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজা আদালতে পিপি অ্যাডভোকেট এম. ইদ্রিস আলী।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৯ আগস্ট বেনাপোল পোর্ট থানা পুলিশ সংবাদ পায় রাজগঞ্জ অভয়বাস গ্রামের নাসিরের বাড়ির কবুতরের ঘরে অস্ত্র রাখা আছে। পুলিশ বিকেল ৫টার পর ওই বাড়িতে অভিযান চালিয়ে কবুতরের ঘরের মধ্য থেকে একটি ওয়ানশুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে বাড়ির মালিক নাসিরের আসামি হাসানের পূর্ব শক্রতা আছে। সেই শক্রতার জেরে হাসান নিজেই নাসিরকে ফাঁসাতে কবুতরের ঘরে ওই অস্ত্র ও গুলি রেখে দেয়। পুলিশ বিষয়টি নিশ্চিত হয়। ৩১ আগস্ট হাসানকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। হাসান অস্ত্র রেখে দেয়ার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় ওইদিন বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহমেদ রিয়েল বাদী হয়ে হাসানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম আনাসি হাসানকে আসামি করে ২৭ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেয়। এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত হাসান কারাগারে আটক আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.