সাঈদ ইবনে হানিফ : দীর্ঘ প্রায় একবছর যাবত নড়াইলের কলোড়া ইউনিয়নের আকদিয়া চর স্কুলের পাশের নদীর তীরের বড় বড় দুটি রেন্টি গাছ উপড়ে নদীর গতি পথ আটকে গেছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় ভাবে তারা নদী থেকে গাছ দুটি সরানোর চেষ্টা করে ব্যার্থ হয়েছে। পার্শ্ববর্তী বাজার কমিটির একজন সদস্য বলেন, নড়াইল শহরের সাথে নদী পথে যোগাযোগের মাধ্যম হলো এই নদী পথ। কিন্তু গত কয়েক মাস ধরে নদীর মধ্যে গাছ দুটি পড়ে নৌকা ও ট্রলার গুলোর চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।
প্রায়ই দিন এই পথে কিছু ট্রলার ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে দিন ভর আটকে থাকতে দেখা গেছে। ফলে দীর্ঘদিনে ও কর্তৃপক্ষ গাছ দুটি সরানোর ব্যাবস্থা না করায়, আফরা-তুলারামপুর দিয়ে (নদী পথে) নড়াইল শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.