খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4220 বার
স্টাফ রিপোর্টার : নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সমবায় মার্কেটের ২য় তলায় সকাল ১১টায় কমিটির আহবায়ক মাস্টার নুর জালালের সভাপতিত্বে এই সভা পরিচালনা করেন কমিটির সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু।
সভায় যশোরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া যশোর সদর হাসপাতালে লিফট, আইসিইউ চালু ও রোগী সেবার মান উন্নত করা, সরকারী হাস- মুরগীর খামার চালু সহ ভ্রাম্যমাণ ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করা, পশু হাসপাতালে প্রর্যাপ্ত লোকবল ও ঔষধের ব্যবস্থা করা, জেলা পরিষদ ভবন, সাবেক পুলিশ সুপারের অফিস, সাবেক রেজিস্ট্রি অফিস, জজ কোর্ট সহ সকল ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংস্কার পূর্বক চালু করা এবং বর্তমানে পৌরসভার ৭ কোটি টাকার উন্নয়ন কাজ স্বচ্ছ, মানসম্মত ও দ্রুততার সাথে সম্পন্ন করার বিষয় গুলো সংগঠনের অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে আসার প্রস্তাব গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রফেসর হারুন উর রশিদ, বীর মুক্তিযোদ্ধা হাজি সেলিম, বিনয় কৃষ্ণ মল্লিক, আহসানউল্লাহ্ ময়না, ডা: আব্দুল্লাহ, তসলিমা ইসলাম লিপা, জাহিদ গোলদার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।