নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) দুপুরে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটক আব্দুর রহমান বাগআঁচড়া বাজারের টুটুল ড্রাইভারের ছেলে।
জানা গেছে, বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অভিযোগ করেন, গত ২১ জুলাই তার ছেলে মাসুদ পারভেজ রিজভী (২১) কলেজ রোড দিয়ে বাজারে যাওয়ার সময় জনৈক ইসমাইলের চায়ের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮-১০ জন যুবক তার পথরোধ করে।
এ সময় তারা রিজভীকে বলে, "তোর বাপ তো বাজারের বড় ব্যবসায়ী, বলিস আমাদের তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। না দিলে তোদের যেখানে পাবো, সেখানেই পিটাবো।" এমন হুমকির পর রিজভীকে বেধড়ক মারধর করে চাঁদাবাজরা।
ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শার্শা থানায় প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের নামে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমানকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"
উল্লেখ্য, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে এর আগেও মাদক সেবন, ইভটিজিং ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.