খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ মার্চ ১৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4234 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধি॥ মাগুরার শ্রীপুরে গ্রাম্য দলাদলির সংঘাতে কলেজ ছাত্র রাজু হত্যাকান্ডের ঘটনায় শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসিয়ার রহমানকেসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে কলেজ ছাত্র আক্তার বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস(২৫) হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা করেছেন। এ মামলায় পুলিশ চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় ইউপি চেয়ারম্যানকে আটকের কথা নিশ্চিত করে জানান, ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। উল্লেখ্য গত মঙ্গলবার ৮ মার্চ স্থানীয় মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রাম্য প্রতিপক্ষের লোকজন বাবাকে না পেয়ে পুত্রকে হত্যা করে।