নিজস্ব প্রতিবেদক : জীবন বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা জান্তার ৩৩০ জন সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে দেশটির কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হবে।
এদিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে তাদেরকে হস্তান্তর করা হবে।
বুধবার দুপুরে বিজিবি থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির বার্তায় বলা হয়েছে, “আগামীকাল সকাল ৮টায় কক্সবাজার নৌবাহিনী জেটিঘাট থেকে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে দেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিসহ দেশটির ৩৩০ জন নাগরিককে তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।”
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত মঙ্গলবার বলেছেন, “মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানো হবে ১৫ ফেব্রুয়ারি।”
এর আগে ৩ ফেব্রুয়ারি রাতে বিদ্রোহীরা বিজিপির একটি ফাঁড়ি দখল করে নিলে পরদিন সকালে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৪ সদস্য। এর তিনদিন পর সেই সংখ্যা বাড়তে বাড়তে ৩৩০ জনে পৌঁছে। তাদের অনেকে আহত হয়ে আসেন। তাদের চিকিৎসাসেবা প্রদান, জামা-কাপড় এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.