যশোর অফিস : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব দেশের বিশিষ্ট সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
আজ সকাল আট টায় তার চৌগাছার হোগলডাঙ্গার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তিনি যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এসব সংগঠনগুলোতে সভাপতি সম্পাদকসহ বিভিন্ন সময় দায়িত্বশীল পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক যশোর জেলা প্রতিনিধি ছিলেন। জীবন স্রোত নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন তিনি। সাংবাদিকদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলনে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে গেছেন।
তার মৃত্যুতে শোক বিহ্বল হয়ে পড়েছেন যশোরের সাংবাদিক নেতৃবৃন্দ। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম জানিয়েছেন, গত এক বছর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বাকরুদ্ধ অবস্থায় ছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে তাকে গ্রামের বাড়ি নেয়া হয়েছিল। আর আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যু সাংবাদিকদের জন্য কঠিন শোকের।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পুর্বক রুহের মাগফিরাত কামনা করেছে গ্রামের সংবাদ পত্রিকার পরিবারবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.