আশিকুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা বাজারে যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশে অবৈধ দখলদার মুক্ত করতে ৩দিনের আলটিমেটাম দিয়ে মাইকিং করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারী) ঝিকরগাছা বাজারে সারাদিন ব্যাপী মাইকিং করা হয়। এছাড়া নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিদ্ধার্থ সাহা নিজে অবৈধভাবে দখলকারী বা মহাসড়কের উপর ব্যবসা পরিচালনাকারী ব্যক্তিদের পাশে গিয়ে তাদের সাথে কথা বলেছেন।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা বলেন, সরকারি ভাবে আমাদের যে নির্দেশনা দেওয়া হয় সেটা পালন করতে আমরা বদ্ধ পরিকর। যশোর-বেনাপোল মহাসড়কের দুপাশে অনেক গরীব মানুষ পেটের দায়ে কাচামাল, ফলসহ অন্যান্য জিনিসপত্র বিক্রয় করে তাদের জীবন-জীবিকা পরিচালনা করে। যার জন্য আমাদের পক্ষ হতে তাদেরকে সর্তক করে দেওয়া হচ্ছে। তাদের নিকটে বর্তমানে যে পরিমাণ কাচা মালামাল আছে সেটা আগামী ৩দিনের মধ্যে বিক্রয় করে মহাসড়ককে দখল মুক্ত করে আমাদেরকে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে। এসময় তার সাথে সঙ্গীয় ফোর্স উপস্থিত থাকতে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.