খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।কর্মদক্ষ ও দক্ষ জনশক্তি গঠনে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘অ্যাপ্রেন্টিসশিপ ওরিয়েন্টেশন’ কর্মসূচি।
গত বুধবার থেকে ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত ৪দিনব্যাপি অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন আয়োজন করেছে ‘জাবারাং কল্যাণ সমিতি’, যেখানে সহায়তা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) বাংলাদেশের ‘ProGRESS’ প্রকল্প এবং কানাডা সরকারের সহযোগিতা।
এই গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছে জেলার খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর জাবারাং রিসোর্স সেন্টারে। এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ-তরুণীরা অংশ নিচ্ছেন, যারা ভবিষ্যতে পেশাজীবনে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে চায়। এ সময় প্রশিক্ষণ পরিচালনা করেন কনসালটেন্ট মো আব্দুল জলিল।
তরুণদের মতে, এই ওরিয়েন্টেশন শুধু প্রাথমিক ধারণা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়,এটি তরুণদের হাতে-কলমে কাজ শিখে একটি নির্ভরযোগ্য ক্যারিয়ার গড়ার পথও তৈরি করবে।
জাবারাং কল্যাণ প্রজেক্ট ম্যানেজার দয়ানন্দ ত্রিপুরা জানান, “আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা।”
এই উদ্যোগ শুধু খাগড়াছড়ির নয়, পুরো পার্বত্য অঞ্চলের তরুণ সমাজের জন্য একটি উদাহরণ হতে পারে—যেখানে কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.