নিজস্ব প্রপ্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো-বাইডেন। চিঠিতে তিনি বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশকে অংশীদার হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিটি হস্তান্তর করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নত অর্থনৈতিক লক্ষ্যগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে। একইসঙ্গে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে বাংলাদেশ। আমরা বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।
পররাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো মার্কিন দূতাবাসের ফরোয়ার্ড লেটার (বামে), জো বাইডেনের চিঠি (ডানে)
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া চিঠিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বের পরবর্তী এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা; বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবং আরও অনেক বিষয়ে তাদের কাজ অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
চিঠিতে বাইডেন বলেন, সমস্যা সমাধানে আমাদের একসঙ্গে কাজ করার দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে এবং আমাদের জনগণের সঙ্গে জনগণের শক্তিশালী বন্ধনই এই সম্পর্কের ভিত্তি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.