আশিকুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ২দিন ব্যাপি ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আয়োজিত শুভ উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জাহাঙ্গীর মিঞা।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশিদ, বাঁকড়া ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহাজাহান কবির, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহিদুল ইসলাম।
এবারের বিজ্ঞান মেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি প্রকল্প প্রদর্শন করে। প্রতিষ্ঠান গুলো হলো শিমুলিয়া ডিগ্রী কলেজ, সম্মীলনী মহিলা ডিগ্রী কলেজ, গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ, আকিজ কলেজিয়েট স্কুল (কলেজ পর্যায়), ঝিকরগাছা সরকারি বহুমুখী বিদ্যালয়, ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সম্মীলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আকিজ কলেজিয়েট স্কুল (স্কুল পর্যায়), গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় এবং পারবাজার মাধ্যমিক বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধী জন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.