সারাবিশ্ব ডেস্ক : ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ১ সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে ৩ মাসের বেশি চলমান যুদ্ধে মোট ১২০ জন সাংবাদিক নিহত হয়েছেন।
নতুন নিহত সাংবাদিকের নাম ইয়াদ আহমাদ আল-রাওয়াগ। তিনি সাউত আল-আকসা রেডিওর উপস্থাপক ছিলেন। খবর আল জাজিরার।
প্রতিবেদনটিতে বলা হল,গত শুক্রবার নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইয়াদ আহমাদের বাড়ি নিশানা করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় রাওয়াগ ও তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন।
২০২১-২০২২ সালে সারা বিশ্বে নিহত সাংবাদিকদের মধ্যে গাজায় সর্বোচ্চ।
স্থানীয় ও আন্তর্জাতিক তথ্যানুসারে,২০২১-২২ সালে বিশ্বব্যাপী ১০৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে ৭ অক্টোবর থেকে গাজায় নিহত হয়েছেন অন্তত ১২০ ফিলিস্তিনি সাংবাদিক।
গাজা কতৃপক্ষ দাবি করেছে ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েল। যুদ্ধ নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে নীরব ও সত্যকে আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খবর ও তথ্য পৌঁছাতে বাধা দিতে তারা পরিকল্পিতভাবে এসব করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.