নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ার ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা।
রবিবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
আটক তিন পাচারকারীর মধ্যে রয়েছেন—মো. আতা এলাহি জীবন (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরচারকলা গ্রামের বাসিন্দা; মো. আবুল কালাম আজাদ (৪৬), গাজীপুরের কাশিমপুর এলাকার বাসিন্দা; এবং রামপ্রসাদ মন্ডল (২৮), বগুড়ার শেরপুর থানার শেরপুর রানির হাট এলাকার বাসিন্দা।
৪৯ বিজিবি সূত্র জানায়, আটককৃতদের প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। পাচারকারীরা ঢাকার তাতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোরের চৌগাছা ও নাভারণ সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংকও জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসসহ মোট উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ ৯৩ হাজার ৯৩০ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাদেরকে বাঘারপাড়া থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমার প্রক্রিয়া চলমান রয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি)
জানান, “বিজিবি দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক, অস্ত্র, হুন্ডিসহ বিভিন্ন চোরাচালানি প্রতিরোধে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এই ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.