কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ নদী কেন্দ্রিক যে সভ্যতা এই সভ্যতা আমাদের টিকিয়ে রাখতে হবে, নদীর কোন বিকল্প নেই। পাশাপাশি রায় সাহেবের হাতে গড়া কপিলমুনি বাজার দখল প্রক্রিয়া থেকে রক্ষা করতে হবে, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত পিঠাপুলি অনুষ্ঠানে খুলনা ৬ আসনের সাংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান উপরোক্ত কথাগুলো বলেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, কপিলমুনি ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার আলী জোয়ারদার, লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, আলহাজ্ব এরফান আলী মোড়ল, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি হেদায়েত আলী টুকু, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রেসক্লাবের সহ সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, সাবেক সভাপতি শেখ আব্দুল গফুর, সাঃ সম্পাদক মিলন দাশ, সহ সাধারণ সম্পাদক জি এম আসলাম হোসেন, কেকে এসপি’র সভাপতি শেখ আব্দুর রশীদ, সাঃ সম্পাদক সমাজ সেবক এম বুলবুল আহম্মেদ, অধ্যাপক রেজাউল করিম খোকন, আ’লীগ নেতা সরদার বজলুর রহমান, এড. বিপ্লব কান্তি মন্ডল, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, চম্পক কুমার পাল, নির্ম্মল মজুমদার, গাজী মিজানুর রহমান, প্রভাত দেবনাথ, মানিক ভদ্র, ইউপি মেম্বর বিষ্ণু পদ রায় প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন। এ সময় স্কুলের ছাত্রীরা একটি দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে এমপি রশীদুজ্জামান স্কুলের ছাত্রীদের পিঠা উৎসবের স্টল উদ্বোধন করেন এবং স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.