এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ^বিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষক ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরার সভাপতি এ.কে রেজাউল করিম, জাতীয় শিক্ষক ফোরাম সাতক্ষীরার সাধারণ সম্পাদক মুফতি সালিম উদ্দীনসহ অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহালের দাবি জানিয়ে বলেন, নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্য পুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকতীয় বাজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন করতে হবে। তা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.