সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় আনোয়ারা ক্লিনিকে সিলগালা এবং হাজী ডায়াগনস্টিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও নবনির্মিত ক্লিনিক ও ডায়াগনস্টিকে সতর্ক করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘারপাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তামান্না ফেরদাউস। এসময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুবীর কুমার বিশ্বাস। স্বাস্থ্য কমপ্লেক্সের
ডা: এসএম মোস্তফা কায়উম, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মনিরা খাতুন, এবং এস আই অনিমেষ প্রমুখ।
এদিন ভ্রাম্যমাণ আদালত আনোয়ারা ক্লিনিকের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে আনোয়ারা ক্লিনিক কাগজ দেখাতে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।
হাজী ডায়াগন স্টিক সকল কাগজ সঠিক থাকলেও একটি কাগজ ফেল থাকায় উক্ত প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.