নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১০ জুলাই-২০২৫) যশোরের আন্দুলিয়া বিওপি’র সীমান্ত এলাকায় বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুটি বাইসাইকেল জব্দ করেছে। যার আনুমানিক বাজারমূল্য দশ হাজার টাকা।
বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোপনীয় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিজিবি মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দে সফলতা পাচ্ছে।
তিনি আরও জানান, “সীমান্তের নিরাপত্তা জোরদারের জন্য বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং পাচার চক্র দমন করতেই কাজ করা হবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.