নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মোঃ কামরুজ্জামান, এএসআই রঞ্জন কুমার বসু ও এএসআই মোঃ শফিউল ইসলাম।
গত ৯ জুলাই বেলা ১২টা ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন পালবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় প্রথমে মোঃ শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪২)-কে গ্রেফতার করে ডিবি টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
শহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ হোসাইন (৩৮), লিটন মিয়া (২৮) ও শফিকুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যমতে কালনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আকাশ সরদার (২৭) ও মোঃ শাকের (২২)-কে।
গ্রেফতারকৃত আকাশ সরদারের হেফাজত থেকে একটি চোরাই Apache মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী গোপালগঞ্জ সদর থানাধীন সাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ।
আটককৃত মোঃ হোসাইন(৩৮) নড়াইল জেলার নড়াইল থানার আলফাপুর গ্রামের গোলজার রহমান এর ছেলে, শফিকুল ইসলাম (৪০) লোহাগড়া থানার দেবী গ্রামের মৃত ওহাব শেখের ছেলে, মোঃ শাকের(২২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তিলছাড়া গ্রামের মৃত বশির মোল্যা এর ছেলে, আকাশ সরদার(২৭) জিকাবাড়ি গ্রামের আনন্দ সরদার এর ছেলে, মোঃ শহিদুল ইসলাম @ শহিদ(৪২) যশোর জেলার কোতোয়ালী থানার নরেন্দ্রপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে, লিটন মিয়া (২৮) মাগুরা জেলার মুহাম্মদপুর থানার মন্ডলগাতী গ্রামের কুদ্দুস মোল্যা এর ছেলে।
উদ্ধারকৃত মোটরসাইকেল:
১. লাল রঙের Apache 160cc, ইঞ্জিন নং: AE7AK2402880, রেজিঃ বিহীন
২. লাল রঙের Discover 110cc, ইঞ্জিন নং: JBZWED11115, রেজিঃ: ঢাকা মেট্রো-হ-৫১-১১১১
৩. লাল-কালো Discover 125cc, ইঞ্জিন নং: JZYWJJ16194, রেজিঃ বিহীন
৪. লাল রঙের Apache 160cc, ইঞ্জিন নং: 634KE4X2A61169, রেজিঃ বিহীন
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তারা এক জেলা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় সরবরাহ করত এবং অনেক ক্ষেত্রে মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলে আলাদা বাজারে বিক্রি করত।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.