সাঈদ ইবনে হানিফ : তেভাগা আন্দোলনের সূর্য সৈনিক, একাত্তরে মুক্তিযুদ্ধের সংগঠক ও বিপ্লবী নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কমরেড অমল সেন এর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে (অমল সেন) স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে চারদিন ব্যাপি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেষদিনে ১৯ জানুয়ারি সকাল ১১টায় বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের বিষয় ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি কমরেড ইকবাল কবির জাহিদ। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক রাবেয়া বেগম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড তছলিম উর রহমান, স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক কমরেড বাবু বিপুল কান্তি বিশ্বাস, কমরেড পলাশ বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও এলাকার অমল সেন অনুসারী ভক্তগন।
এছাড়া দুপুর ২টায় বাকড়ী হাতিয়াড়া সড়কে মেয়েদের সাইকেল রেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় পুরস্কার বিতরনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি কমরেড ইকবাল কবির জাহিদ। বিশেষ আলোচক বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস, স্মৃতি রক্ষা কমিটির সহসভাপতি কমরেড বাবু কংকন পাঠক, স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক কমরেড বাবু বিপুল কান্তি বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক রঞ্জন মিশ্র, সদস্য কমরেড বাবু শৈলেন গোস্বামী, জাতীয় কৃষক শ্রমিক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্মৃতি রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড মিজানুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.