নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই-২০২৫) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ পরিসংখ্যান, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি, চাঞ্চল্যকর মামলার তদন্ত কার্যক্রম এবং অপরাধ দমন বিষয়ক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল আহসান হাবীব এবং সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) মো. ইমদাদুল হক।
এছাড়াও সিআইডি ও পিবিআই যশোরের কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), যশোরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার জেলা পুলিশের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আরও দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.