দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দশমিনা উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বানী ইসলাম অমি খানকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার সময় উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা পায়রাফুট কর্নার সড়কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ছায়েদ আলী খান বাড়ির সামনের মাঠে ২০২২সালের ৬ মার্চ বিকালে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালীন সময় উপজেলা আওয়া মীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ হামলা চালায় তাতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয় বলে অভিযোগ বিএনপির। এ ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, যুবলীগের ৪৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় ২৪ নম্বর আসামি হিসাবে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বানী ইসলাম অমি খানকে গ্রেফতার করা হয়।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোলা কাগজকে জানান, বিএনপির নেতার করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বানী ইসলাম অমি খানকে মঙ্গলবার রাত ৯টায় গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার সময় আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.