স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি বাজারে প্রতিবেশীর জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগে থানায় ৩ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন জমির মালিক লাকি সুলতানা।
তিনি বেনেয়ালি বাজারের ইসলামি ব্যাংক কর্মকর্তা ইমামুল হক এর স্ত্রী। আর অভিযুক্তরা হলেন বেনেয়ালি বাজার শিমুলিয়া রোডের মৃত বক্কর এর ৩ ছেলে মোঃ হাসান (৪০), মোঃ হোসাইন (৩৫) ও মোঃ আরাফাত (১৯)।
অভিযোগে লাকি সুলতানা উল্লেখ করেছেন, উক্ত বিবাদীরা আমার প্রতিবেশী। তাদের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ বিদ্যমান। বিবাদীরা আমাদের জমি জোরপূর্বক ভোগ দখলের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে আদালতে দেওয়ানী মামলা চলমান আছে। বর্তমানে বিবাদীরা কুচক্রী মহলের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে তাদের বসত বিল্ডিং এর ছাদ বাড়িয়ে অবৈধভাবে আমাদের জমিতে দিচ্ছে। বিবাদীদের এহেন কার্যকলাপ করার কারণ জিজ্ঞাসা করিলে কাজে বাধা দিলে পরিনাম খুবই খারাপ হবে মর্মে খুন জখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। উল্লেখ্য যে, বিবাদীরা আমাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি যেকোন সময় দখল করার আশু সম্ভাবনা বিদ্যমান আছে এবং বিবাদীদের অবৈধ কার্যকলাপে বাধা দিলে বিবাদীরা আমাদের খুন জখম সহ বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে মর্মে আশংকাবোধ করছি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, অভিযোগ পেয়ে সেখানে একজন এস আই কে তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এজন্য কাজ বন্ধ রেখে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.