এস এম মহিদার রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরার মোঃ খাদেমুল বাসারের পরিবেশ বিজ্ঞানের উপর চযউ ডিগ্রী অর্জন।
তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের অধিবাসী। মোঃ খাদেমুল বাসার ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ জাপানের University of Shizuoka,Japan হতে PhD ডিগ্রী লাভ করেন। তিনি পরিবেশ বিজ্ঞানের উপর গবেষণা করেন। তাঁর গবেষণার বিষয় ছিল: Investigation of heavy metal pollution in water and assessment of its impact on rice intake risk in Bangladesh. উল্লেখ্য, তিনি খুলনা বিশ্ববিদ্যালয় হতে বি.এস.সি (অনার্স), বাংলাদশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে এম.এস. প্রথম শ্রণিতে পাশ করেন। এছাড়া তিনি শিক্ষা জীবন সাতক্ষীরা শহরের পলাশপোল আদর্শ উচ বিদ্যালয় এবং সাতক্ষীরা সরকারি কলেজ হতে যথাক্রমে এস.এস.সি. (স্টার মার্কস) ও এইচ.এস.সি. পরীক্ষায় প্রথম বিভাগ পাশ করেন। বর্তমান তিনি পেট্রাবাংলার বাংলাদশ গ্যাস ফিল্ডস এ ম্যানেজার পদে কর্মরত আছেন। তাঁর পিতা মোঃ সুলতান আহমেদ একজন অবসরপ্রাপ্ত বিজিবি সৈনিক এবং তাঁর মাতা মোছাঃ খাদিজা বেগম গৃহিনী। তার সহধর্মীনী হোসন আরা ফেরদৌস সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। খাদেমুল বাসার ফাহিম ও আহনাফ নাম ২টি পুত্র আছ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.