শাহাবুদ্দিন আহমেদ : যশোরের ঝিকরগাছার গোয়ালহাটিতে নৌকার ভোট করাই বিল্লাল হোসেন (৩৬) সহ তিন জন কর্মী কে ট্রাকের কর্মীরা হকিষ্টিক ও চাপাটি দিয়ে কুপিয়ে জখম করেছে।
১৪ জানুয়ারী রবিবার রাত ৯ টার সময় ঝিকরগাছা ছুটিপুরের গোয়ালহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল হোসেন গঙ্গানন্দপুর ইউনিয়নের গোয়ালহাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এঘটনায় তার মা জিন্নাতুন নেছা অভিযোগ করে বলেন, ভোটের দিন স্বতন্ত্র প্রার্থীর কর্মী ভ্যান চালক ইছাহাকের সাথে গঙ্গানন্দপুর স্কুলের ভোট কেন্দ্রে আমার সঙ্গে অশনিল ভাষা আচরণ করেন।
পরে আমার ছেলে বিল্লাল হোসেন কে যানালে ভোটের পরের দিন ভ্যান চালকের সাথে কথা-কাটাকাটির পর এক পর্যয় মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা মিটামিটি করে দেন।
সেই ঘটনার জেরে রবিবার রাতে গোয়ালহাটি গ্রামের তাহাজ্জতের ছেলে ইসরাফিল(৪২) শহিদুলের ছেলে, সামিম(২২), জলিলের ছেলে ইমরান, মৃত আলাউদ্দিন ওরেফে আলার ছেলে ইছাহক(২৭)সহ অজ্ঞত ৮/১০ জন তার উপর অতর্কিত হামলা চালান।
সে সময় তারা হকিষ্টিক ও চাপাটি কুরাল দিয়ে তাকে আঘাত করেন। এতে তার হাঁটু ভেঙ্গে থেতলো হয়ে যায়। এছাড়া তার হাতে কোপসহ সারা শরিরে এলোপাতাড়ি মারধর করে।
এতে তার প্রচুর রক্তক্ষরণের পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভোটে হারার পরেও ট্রাক মার্কার নেতারা বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের মারামারি করার উস্কানি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। অথচ নবনির্বাচিত সংসদ সদস্য কোনরূপ সহিংসতা না করতে মাইকিং করে নির্দেশ দিয়েছেন।
আহতর স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তার স্বামী এক জন চাষি,তার নিজের খেতে পানি দেওয়ার সময়,তারা তিন জন আগুন পোয়াছিলো।
এসময় তার উপর অতর্কিত হামলা করা হয়। বিষয়টা থানা পুলিশকে জানানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান,এঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি অভিযোগ করেছে,বিষয় টি তদন্ত করে অভিযুক্তদের খুঁজে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.