নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ যুবককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদেরকে মাদক ব্যবসায়ী বলছেন র্যাব।
মঙ্গলবার দুপুরে যশোর র্যাব-৬ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকেলে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রামের জনৈক আহসানুর রহমানের আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ তীর হতে ০৪টি বস্তায় বিশেষ ভাবে রক্ষিত ৭০০ বোতল ফেন্সিডিলসহ দু'জনকে আটক করা হয়।
আটকরা হলেন, পুটখালি গ্রামের আব্দুল মালেকের ছেলে নয়ন হোসেন (২৫) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (২১)।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন,'পুটখালী গ্রামের জনৈক আহসানুর রহমানের আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে' গোপনে এমন সংবাদ পেয়ে র্যাব সেখানে অভিযান চালিয়ে নয়ন ও বিল্লালকে আটক করে।
পরে তাদের দেখিয়ে দেওয়া স্থানে ৪টি বস্তায় বিশেষ ভাবে রাখা ৭০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।এসময় তাদের তল্লাশি করে মাদক বিক্রির ২৯ হাজার পাঁচশত টাকা পাওয়া যায়।
আটক দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.