আশিকুল ইসলাম, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা পৌর সদরের ১নং ওয়ার্ডে গভীর নলকূপের ড্রেন মাটি দিয়ে ভরাট করে দেওয়ায় বিপাকে পড়েছেন শতাধিক বোরোধান চাষি। আর ড্রেন উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঝিকরগাছা থানায় অভিযোগ করেছেন গভীর নলকূপের মালিক সিদ্দিক হোসেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ঝিকরগাছা পৌরসভার ১নং ওয়ার্ড আফিল রোড ঈদগাহ সংলগ্ন সিদ্দিক হোসেনের মালিকানাধীন একটি গভীর নলকূপ আছে। উক্ত নলকূপের একটি ড্রেন কৃষ্ণনগর গ্রামের ৩নং ওয়ার্ড সর্দার পাড়ার মৃত আতিয়ার সর্দার এর ছেলে মিলন সর্দার(৩৫) এর জমির পাশ দিয়ে গিয়েছে। এখন সেচ মৌসুমে যখন সকল কৃষকের জমিতে পানি লাগছে সেই মুহূর্তে মিলন সর্দার ইচ্ছাকৃতভাবে মাটি ভরাট করে ড্রেনটি বন্ধ করে দিয়েছে। এতে করে শতাধিক চাষি তাদের জমিতে পানি নিতে পারছে না।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইঁয়া বলেন, এসংক্রান্ত একটা অভিযোগ পেয়ে আমার একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন।