নিজস্ব প্রতিবেদক: সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে আবারও সাফল্য পেলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ জুলাই) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে। এ সময় ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শাহজাদপুর, আন্দুলিয়া, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় ইয়াবা, গাঁজা, শাড়ি, মোবাইল ফোন, মোটর সাইকেল, নিষিদ্ধ ঔষধ, স্মার্টফোনের ডিসপ্লে ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫৬ হাজার টাকা।
আটককৃত পাচারকারী মো. জিয়ারুল ইসলাম (২৬), যশোর জেলার চৌগাছা থানার বড় কাবিলপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্তে দীর্ঘদিন ধরে সক্রিয় চোরাকারবারীদের ধরতে বিজিবির গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের ফলে মাদক ও চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য মিলছে।”
তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.