নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের মুরাদগড় বাজার এলাকা থেকে প্রায় সাড়ে তিন কেজি ওজনের স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৭ লাখ টাকা।
বিজিবি জানায়, শনিবার (০৫ জুলাই-২০২৫) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ টহলদল যশোরের মুরাদগড় বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডে অভিযান চালায়। অভিযানে দুই যুবকের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ২৩টি স্বর্ণের বার ও তিনটি মোবাইল ফোন।
আটককৃত হলেন যশোরের শার্শা থানার সালতা গ্রামের আব্দুল বারী এর ছেলে আরিফুল ইসলাম (৩০), অপরজন মেহেদী হাসান (২৫) চুয়াডাঙ্গার জীবননগর থানার জীবননগর গ্রামের আব্দুল মালেক এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, স্বর্ণগুলো ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩.০৯৫ কেজি এবং এর আনুমানিক মূল্য ৪,৫৬,৭২,৯১৫ টাকা। মোবাইল তিনটির বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। সবমিলিয়ে উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য দাঁড়ায় ৪,৫৭,১৭,৯১৫ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বার যশোর ট্রেজারীতে জমা করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন,
“সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। আমরা নিয়মিতভাবে অস্ত্র, স্বর্ণ, মাদক ও হুন্ডিসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করছি। বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2025 gramersongbad.com. All rights reserved.