বিল্লাল হোসেন,রাজগঞ্জ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বেসরকারী ভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
এস এম ইয়াকুব আলী ঈগল প্রতীক নিয়ে ৭৭ হাজার ৪'শ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকের স্বপন ভট্টাচার্য্য ৭২হাজার ৩'শ ৩২ ভোট পান। অপর প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এম এ হালিম ৬'শ ২৪, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের নুরুল্লাহ আব্বাসী ৮'শ ৬ ও তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের আবু নসর মোহাম্মদ মোস্তফা ২'শ ৩৬ ভোট পান।
এস এম ইয়াকুব আলী বিজয়ী হওয়ায় আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন।
উল্লেখ্য, ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে যশোর-৫ নির্বাচনী এলাকা। এখানে ভোটার সংখ্যা তিন লাখ ৫৫ হাজার ৯’শ ৭৩জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৪’শ ৪৮জন, নারী ভোটার এক লাখ ৭৬ হাজার ৫’শ ২৩জন ও হিজড়া ভোটার দুইজন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.