আন্তর্জাতিক ডেস্ক : বছরের শেষের দিকে শীতের শুরুতেই ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট (উপধরণ) জেএন পয়েন্ট ওয়ান নতুন করে তাণ্ডবের হুমকি দিচ্ছে। ইতোমধ্যেই দেশটির বিভিন্ন রাজ্যে বাড়ছে করোনার নতুন এ ভ্যারিয়েন্টের সংক্রমণ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ভাররে এই ভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরো ৭৪৩ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে এসব তথ্য।
যে ৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩ জন কেরালার, ২ জন কর্ণাটকের, একজন ছত্তিসগড়ের এবং একজন তামিলনাড়ুর। আর সর্বশেষ করোনা পজিটিভ শনাক্তদের ধরে দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তদের মোট সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৯৯৭ জনে।
উল্লেখ্য, ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩১ জানুয়ারি, কেরালায়। তারপর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ৫০ লাখ ১২ হাজার ৪৮২ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে মোট ৫ লাখ ৩৩ হাজার ৩৫৮ জনের।
অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা সাম্প্রতিক ঢেউ মূলত চলছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর ওপর দিয়ে এবং বর্তমানে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের একটি বড় অংশই জেএন পয়েন্ট ওয়ান নামের ভাইরাসটিতে আক্রান্ত।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সবচেয়ে অতি সংক্রামক করোনাভাইরাস নামে পরিচিত ওমিক্রনের একটি সাবভ্যারিয়েন্ট বা উপধরণ এই জেএন পয়েন্ট ওয়ান ভাইরাসটিকে সম্প্রতি‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ক্যাটাগরিভুক্ত করেছে।
নতুন এই উপধরণ জেএন পয়েন্ট ওয়ান নিয়ে ডব্লিউএইচও বলেছে, এই ভাইরাসটি খুব উদ্বেগজনক কোনো জীবাণু নয়। বর্তমানে বাজারে যেসব করোনা টিকা প্রচলিত রয়েছে, তা দিয়েই এর মোকাবিলা করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.