নুরতাজ আলম: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ কামিল মাদ্রাসা কেন্দ্রে শান্তি পূর্ণ ও নকলমুক্ত পরিবেশে চলমান আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুন ২০২৫ বৃহস্পতিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে শুরু হওয়া আলিম পরীক্ষায় শিবগঞ্জ উপজেলার ২টি কামিল, ৫টি ফাজিল এবং ৫টি আলিম মাদ্রাসা সহ মো১২টি মাদ্রাসার ৩১০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। মাদ্রাসাগুলো হলো, শিবগঞ্জ কামিল মাদ্রাসা, হাজী এশান কামিল মাদ্রাসা, রাধাকান্ত পুর ফাজিল মাদ্রাসা, ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসা, কানসাট ফাজিল মাদ্রাসা, চাতরা ফাজিল মাদ্রাসা, ভবানী পুর ফাজিল মাদ্রাসা, নামোটিকরী আলিম আলিম মাদ্রাসা, তেলকুপি কলমদর আলিম মাদ্রাসা, তোহাখানা আলিম মাদ্রাসা, বিনোদপুর আলিম মাদ্রাসা এবং চৈতন্য পুর আলিম মাদ্রাসা।
শিবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব মোঃ জোব্দূল হক, জানান শিবগঞ্জ কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন কুরআন মাজিদ, বিষয় কোড ২০১পরীক্ষায় ১২টি মাদ্রাসা থেকে ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৫ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং ২৯ জুন ২০২৫ রবিবার আরবি প্রথম পত্র পরীক্ষায় ২৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। পরীক্ষা নিয়মতান্ত্রিক ভাবেই অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান কেন্দ্র সচিব মোঃ জোব্দূল হক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.