সনতচক্রবর্ত্তী: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের কৃতি সন্তান রিয়াজুল হোসেন তালুকদার অনারেবল সোসাইটি অফ লিংকন্স ইন লন্ডন হতে কৃতিত্বের সাথে বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এ,কে,এম, ইদ্রিস হোসেন তালুকদার ও মিসেস জামিলা খাতুনের পুত্র।
ব্যারিসটার রিয়াজুল হোসেন তালুকদার বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী হিসেবে কাজ করছেন। তিনি ১৯৮০ সালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন।
তার শিক্ষা জীবন শুরু করেন ঢাকা কাকরাইলের উইলস লিটিল ফ্লাওয়ার্স স্কুলে। ওই স্কুল থেকে ১৯৯৫ সালে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্জন করেন। পরে নটরডেম কলেজ থেকে ১৯৯৭ সালে ইন্টারমিডিয়েট পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ও অনার্স-মাস্টার্স করেন। ২০২৩ সালে অনারেবল সোসাইটি অফ লিংকন্স ইন লন্ডন থেকে বার-এট-ল' ডিগ্রী অর্জন করেন।
বৃহস্পতিবার, ব্যারিস্টার রিয়াজুল হোসেন সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, আমার এই সফলতার পিছনে বাবা-মা ও শিক্ষকদের দোয়া ও প্রচেষ্টা ছিল। আমি আমার শিক্ষাজীবনের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি একজন আইনজীবী হিসাবে বিপদগ্রস্ত মানুষদের জন্য সততা ও নিষ্ঠার সাথে সঠিক বিচারের জন্য আইনের লড়াই করব। আমার পেশাগত দায়িত্ব পালনে সততার সহিত সফলতা অর্জন করতে পারি সেজন্য আমার এলাকার সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.