সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া : যশোরের বাঘারপাড়া উপজেলার ২নং বন্দবিলা ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপর শ্রেষ্ঠ অবদান রাখার জন্য উদ্যোক্তা ও গ্রামপুলিশদের পুরস্কৃত করা হয়েছে।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার পরিষদের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও মো.খাইরুল হাসান খান হিরার সঞ্চালনায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সবদুল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, পাঠান পাইকপাড়ার চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ মো. কহিনুর আলম। এছাড়া উপস্হিত ছিলেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল হোসেন, ২নং মো.মফিজুর রহমান, ৩নং মফিজুর রহমান, ৪নং হাফিজুর রহমান, ৫ নং বাবু কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, ৬নং মো. মহর আলী বিশ্বাস, ৭নং মো. মাহাবুর রহমান, মো. নান্নু মোল্লা, ৯নং মো. শফিয়ার রহমান, ১০ নং মোছাঃ জোবাইদা খাতুন, ১১নং মোছাঃ শাহানাজ বেগম ও ১২নং মোছাঃ রুমা খাতুন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি সবদুল হোসেন খান পুরষ্কার প্রাপ্তদের উদ্দেশ্য বলেন, আমাদের পরিষদের গ্রাম পুলিশগন যদি এ ভাবে তাদের কার্য্যক্রম ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে পারে তাহলে আমাদের উপজেলার শ্রেষ্ঠত্ব আগামীতে কেউ ছিনিয়ে নিতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আরও বলেন, আমরা যদি আমাদের প্রত্যেকে যারা পরিষদের সাথে জড়িত আছি আমাদের নিজ নিজ দায়িত্ব একটু গুরুত্বের সাথে পালন করতে পারি তবেই ইউনিয়ন বাসি আগামীতে আরও ভালো সেবা পাবে এবং ইউনিয়ন পরিষদের উপর মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.