গ্রামের সংবাদ ডেস্ক : ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় পর্যুদস্ত ইসরায়েলিরা এখন বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছেন।
মঙ্গলবার ইসরাইলের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ৩৯ হাজার ইসরাইলি ক্ষতিপূরণের আবেদন করেছে।
ইয়েদিওথ আহরোনাথ সংবাদপত্র জানিয়েছে, ১৩ জুন ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে ইসরাইলি কর কর্তৃপক্ষের কমপনসেশন ফান্ডে ৩৮ হাজার ৭০০ টি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৩০ হাজার ৮০৯টি আবেদন ভবনের ক্ষতিপূরণের জন্য, ৩ হাজার ৭১৩টি আবেদন যানবাহনের ক্ষতির জন্য এবং ৪ হাজার ৮৫টি আবেদন অন্য সরঞ্জামাদির ক্ষতিপূরণের জন্য করা হয়েছে।
সংবাদপত্রটি আরও জানায়, ধারণা করা হচ্ছে, আরও কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেগুলোর জন্য ক্ষতিপূরণের আবেদন এখনও জমা পড়েনি। এদিকে বেহাদ্রেই হারেদিম নামে ইসরাইলি ওয়েবসাইটে বলা হয়েছে, শুধু তেল আবিবেই ২৪ হাজার ৯৩২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের শহর আশকেলনেই ১০ হাজার ৭৯৩টি। তবে ইরসাইল সরকার ক্ষতিগ্রস্তদের কী পরিমাণ ক্ষতিপূরণ দেবে সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি।
সূত্র: আনাদোলু
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.